ঢাকা, বৃহস্পতিবার, ৭ কার্তিক ১৪৩২, ২৩ অক্টোবর ২০২৫, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

৫ গুণীজনকে আর্যমিত্র কল্যাণ ট্রাস্টের সম্মাননা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১২, অক্টোবর ২২, ২০২৫
৫ গুণীজনকে আর্যমিত্র কল্যাণ ট্রাস্টের সম্মাননা ...

চট্টগ্রাম: গুণীজনরা সমাজের আলোকবর্তিকা বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাব্বির ইকবাল।  

তিনি বলেন, যারা গ্রাম, সমাজ ও দেশের কল্যাণে সব সময় নিবেদিত; তারা সবার কাছে সমাদৃত।

সমাজের অনেকেই নানান সেক্টরে নিঃস্বার্থভাবে কাজ করে থাকেন। অনেকে নিরবে-নির্বৃতে মানুষের কল্যাণে কাজ করে থাকেন।
এ গুণীজনরা সমাজের আলোকবর্তিকা। তাদের সম্মান অক্ষুন্ন রাখা আমাদের সকলেরই দায়িত্ব। আসুন সবাই দেশ ও মানুষের কল্যাণে কাজ করি।  

শনিবার (১৮ অক্টোবর) বাঁশখালী পৌরসভাস্থ উত্তর জলদীতে ‘আর্যমিত্র স্মৃতি কল্যাণ ট্রাস্ট’র উদ্যোগে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও গুণিজন সম্মাননা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।  

মুৎসুদ্দীপাড়া বিবেকারাম বিহারের অধ্যক্ষ সৌম্য সারথী শাসনমিত্র মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন জলদী ধর্মরত্ন বিহারের অধ্যক্ষ সংঘরশ্মি ধর্মপাল মহাস্থবির।

অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত পাঁচ গুণিজনেরা হলেন-অবসরপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা জ্ঞানদা রঞ্জন বড়ুয়া, অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী সচিব অরবিন্দ বড়ুয়া, ইউএসটিসির সাবেক উপাচার্য্ প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, সাতকানিয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর বোধি রঞ্জন বড়ুয়া ও আমেরিকার শিকাগো ইউনিভার্সিটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী প্রকৌশলী ড. ম্যাথিউস বড়ুয়া।   

উপন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘আর্যমিত্র স্মৃতি কল্যাণ ট্রাস্ট’র প্রতিষ্ঠাতা সাংবাদিক সুবল বড়ুয়া। অনুষ্ঠানে সদ্ধর্মদেশনা ও বক্তব্য রাখেন ধর্মদূত জিনরতন মহাস্থবির, সদ্ধর্মতিলক বুদ্ধপ্রিয় মহাথের, বিনয়ানন্দ মহাথের, শাক্যমিত্র মহাথের, প্রজ্ঞাজ্যোতি মহাথের, জ্ঞানবোধি ভিক্ষু, শান্তমিত্র ভিক্ষু, শিক্ষিকা প্রতিভা বড়ুয়া, কবি সুপ্রিয় বড়ুয়া, সাংবাদিক নীলরতন বড়ুয়া, ব্যাংকার বাবুল কুমার বড়ুয়া, প্রকৌশলী রোমেল বড়ুয়া।  

অনুষ্ঠানে অংশ নেন-সিনিয়র শিক্ষক প্রশান্ত কুমার বড়ুয়া, প্রধান শিক্ষক সনজিত বড়ুয়া, প্রধান শিক্ষক সমরসেন বড়ুয়া, সাংবাদিক জীবক বড়ুয়া, ক্ষিরোধ বড়ুয়া, জোস্নাময় বড়ুয়া, শ্রীমন্ত বড়ুয়া, বিন্দুসার বড়ুয়া, বাবুল বড়ুয়া, রাহুল বড়ুয়া, জয়দত্ত বড়ুয়া, পুস্পকমল বড়ুয়া, সুদত্ত বড়ুয়া, মিলন বড়ুয়া, মানিক বড়ুয়া, উত্তম বড়ুয়া, স্বদেশ বড়ুয়া, আপন বড়ুয়া, বাবলু বড়ুয়া, রাজেশ বড়ুয়া, জয় বড়ুয়া, বসুমিত্র বড়ুয়া, রূপম বড়ুয়া, রবিন বড়ুয়া প্রমুখ।

প্রসঙ্গত, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব ও পটিয়ার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আর্যমিত্র মহাস্থবিরের স্মৃতিরক্ষায় ২০১৬ সালে ‘আর্যমিত্র স্মৃতি কল্যাণ ট্রাস্ট’ প্রতিষ্ঠা করা হয়। এই ট্রাস্ট শিক্ষা ও ধর্মের উন্নয়ন এবং মানুষের কল্যাণে নানান কর্মকাণ্ড বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।