ঢাকা, বুধবার, ৬ কার্তিক ১৪৩২, ২২ অক্টোবর ২০২৫, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

নবম শ্রেণির শিক্ষার্থী হত্যার ঘটনায় দশম শ্রেণির ৩ শিক্ষার্থী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৩, অক্টোবর ২২, ২০২৫
নবম শ্রেণির শিক্ষার্থী হত্যার ঘটনায় দশম শ্রেণির ৩ শিক্ষার্থী আটক নিহত তানভীর

চট্টগ্রাম: হাটহাজারী উপজেলার আলিপুর রহমানিয়া স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী মুহাম্মদ তানভীরকে হত্যার ঘটনায় একই স্কুলের দশম শ্রেণির তিন শিক্ষার্থীকে আটক করা হয়েছে।  

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে তাদের হাটহাজারী উপজেলা থেকে তাদের আটক করা হয়।

এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে পুরোনো হাটহাজারী পৌরসভা কার্যালয়ের সামনে মুহাম্মদ তানভীরকে হত্যা করা হয়েছে।  

নিহত মুহাম্মদ তানভীর (১৪), হাটহাজারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়ার এলাকার প্রবাসী আবদুল বারেকের ছেলে।

সে স্থানীয় আলিপুর রহমানিয়া স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানা যায়, গত ১৫ অক্টোবর স্থানীয় বাজারে স্কুলছাত্রদের দুটি পক্ষের মধ্যে মারামারি হয়েছিল। নিহত তানভীরসহ কয়েকজন সেদিন এ মারামারি থামাতে যায়। এ সময় একটি পক্ষের সঙ্গে তানভীরের বাগবিতণ্ডা হয়। এর জেরে দুপুরে স্কুলের টিফিনের ছুটিতে তানভীর স্কুল থেকে বের হলে ১০ থেকে ১২ জন তাকে মারধর করে। এরপর স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে চট্টগ্রাম চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই সন্ধ্যায় তার মৃত্যু হয়।

আটকের বিষয়ে হাটহাজারীর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বাংলানিউজকে বলেন, আলিপুর রহমানিয়া স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী মুহাম্মদ তানভীরকে হত্যার ঘটনায় একই স্কুলের দশম শ্রেণির তিনজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। মুহাম্মদ তানভীরকে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। মামলার বিষয়টি এখনো প্রক্রিয়াধীন রয়েছে।

গত ১৪ অক্টোবর হাটহাজারী উপজেলার চৌধুরীহাটে বাজারে প্রকাশ্যে একদল যুবক ছুরিকাঘাতে ইউনিয়ন ছাত্রদল সভাপতি অপু দাশ (৩০) ও ছাত্রদলের কর্মী মুহাম্মদ তানিমকে (২৫) নিহত হন। এর আগে ৮ অক্টোবর উপজেলার মদুনাঘাট পুলিশ ফাঁড়ির কাছে রাউজানের এক বিএনপি কর্মীকে প্রকাশ্যে সড়কে গুলি করে হত্যা করা হয়।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।