ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

রিকশাচালকদের রেইনকোট দিল পলিটেকনিক ছাত্রলীগ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৩, জুলাই ১৬, ২০২১
রিকশাচালকদের রেইনকোট দিল পলিটেকনিক ছাত্রলীগ রেইনকোট বিতরণ করেন আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, এ বর্যা মৌসুমে রিকশাচালক ভাইয়েরা বৃষ্টিতে ভিজে কষ্ট পাচ্ছেন। একজন চালকের জন্য রেইন কোট অত্যন্ত প্রয়োজনীয় হলেও তাদের সীমিত আয় দিয়ে তা কেনা সম্ভব হয় না।

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ রিকশাচালকদের রেইনকোট বিতরণের উদ্যোগ নিয়েছে। এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
রেইনকোট পেয়ে তারা নিজেদের বৃষ্টি থেকে রক্ষা করতে পারবেন।  

শুক্রবার (১৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) কার্যালয় চত্বরে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের উদ্যোগে ১০০ জন অসহায় রিকশাচালককে রেইনকোট বিতরণ করা হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আ জ ম নাছির উদ্দীন রিকশাচালকদের হাতে রেইনকোট তুলে দেন।  

এ সময় উপস্থিত ছিলেন বায়েজিদ থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল নবী লেদু, যুবলীগ নেতা মোশারফ হোসেন, নগর ছাত্রলীগের সদস্য নুরুল হক মনির, নগর ছাত্রলীগ নেতা ইয়াসিন আরাফাত বাপ্পী, মহিউল আলম, শাহাদাত হোসেন শুভ, আবরার শাহরিয়ার, পলিটেকনিক ছাত্র সংসদের ভিপি কে. হোসেন রকি, জিএস শাহাদাত হোসেন ওমর, ছাত্রলীগের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক শওকত ওসমানসহ পলিটেকনিক ছাত্রলীগ ও ছাত্রসংসদের নেতাকর্মীরা।  

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জুলাই ১৬, ২০২১ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।