চট্টগ্রাম: ভাসানচর থেকে পালিয়ে আসা শিশুসহ ১৮ রোহিঙ্গাকে আটক করেছে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ।
রোববার (১১ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ৭ জন শিশু, ৭ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছে।
জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী বাংলানিউজকে বলেন, ভাসানচর থেকে পালিয়ে আসার সময় বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চল এলাকায় স্থানীয়রা তাদের আটকে রাখে। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। আটক রোহিঙ্গারা ভাসানচর থেকে রিজার্ভ ট্রলার নিয়ে মিরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চল এলাকায় এসে নামে। তারা কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে ভাসানচর থেকে এসেছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, জুলাই ১১, ২০২১
এমএম/এসি/টিসি