ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হেলে পড়া ভবনটি ভেঙে পুনর্নির্মাণের পরামর্শ মেয়র রেজাউলের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
হেলে পড়া ভবনটি ভেঙে পুনর্নির্মাণের পরামর্শ মেয়র রেজাউলের হেলে পড়া ভবন পরিদর্শন করেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

চট্টগ্রাম: নগরের এনায়েত বাজার গোয়ালপাড়া এলাকায় হেলে পড়া পাঁচতলা ভবন ভেঙে পুনর্নির্মাণের পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী।  

রোববার (১১ এপ্রিল) সকালে ঘটনাস্থল পরিদর্শনে গেলে মেয়র ভবন মালিকদের এ পরামর্শ দেন।

 

মেয়র ভবনমালিক প্রয়াত কার্তিক ঘোষের ছেলেদের সঙ্গে কথা বলেন। ভবনে বসবাসকারী ভাড়াটিয়াদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ায় তাদের ধন্যবাদ জানান মেয়র।

বাড়ির মালিকদের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ সব সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে ভবনটি ভেঙে বিধিসম্মতভাবে পুনর্নির্মাণের জন্য পরামর্শ দেন।  

এ সময় এনায়েত বাজার ওয়ার্ডের কাউন্সিলর মো. সলিমউল্লাহ বাচ্চু, সংরক্ষিত কাউন্সিলর নিলু নাগ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও ফায়ার সার্ভিসসহ সেবা প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
এআর/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।