ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ফুট ওভারব্রিজের নিচের অবৈধ দোকান উচ্ছেদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১০, আগস্ট ১০, ২০২০
ফুট ওভারব্রিজের নিচের অবৈধ দোকান উচ্ছেদ চসিকের উচ্ছেদ অভিযান

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানাধীন স্টেশন রোডের ফুট ওভারব্রিজের নিচের অবৈদ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। এ সময় রিয়াজউদ্দিন বাজারের আশপাশের ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।

সোমবার (১০ আগস্ট) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস এ অভিযানে নেতৃত্ব দেন।

একই অভিযানে নগরের দেওয়ানহাটে চসিকের মালিকানাধীন পোর্ট সিটি কমপ্লেক্সের ভেতরে করিডোর থেকে দোকানের মালামাল অপসারণ করে লোকজন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

অভিযানে চসিকের  সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী  ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা দেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।