ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

স্বর্ণের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা, র‍্যাবের হাতে ধরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৮, মে ২৭, ২০২০
স্বর্ণের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা, র‍্যাবের হাতে ধরা ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: বাঁশখালী উপজেলার শীলকূপ টইম বাজারে স্বর্ণের দোকান পরিচালনা করেন রুবেল কুমার নাথ (৩৬)। দীর্ঘদিন ধরে স্বর্ণের দোকান পরিচালনা করলেও এর আড়ালে তিনি করতেন ইয়াবার ব্যবসা।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যদের হাতে গ্রেফতারের পর উঠে আসে এমন তথ্য।

বুধবার (২৭ মে) সকালে শীলকূপ টইম বাজারের শেফালী জুয়েলার্সে অভিযান চালিয়ে ২ হাজার ৯০০ পিস ইয়াবাসহ র‍্যাব-৭ সদস্যদের হাতে গ্রেফতার হন রুবেল কুমার নাথ।

গ্রেফতার রুবেল কুমার নাথ বাঁশখালী পূর্ব চাম্বল এলাকার প্রেম হরি নাথের ছেলে বলে জানিয়েছে র‍্যাব-৭।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহামুদুল হাসান মামুন বাংলানিউজকে বলেন, শীলকূপ টইম বাজারের শেফালী জুয়েলার্সে অভিযান চালিয়ে ২ হাজার ৯০০ পিস ইয়াবাসহ রুবেল কুমার নাথ নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রুবেল কুমার নাথ দীর্ঘদিন ধরে স্বর্ণের দোকানের আড়ালে ইয়াবার ব্যবসা করে আসছিলেন।

রুবেল কুমার নাথের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাব কর্মকর্তা মো. মাহামুদুল হাসান মামুন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মে ২৭, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।