ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চাকসু: ভোটগ্রহণে ধীরগতির অভিযোগ রাফির

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১২, অক্টোবর ১৫, ২০২৫
চাকসু: ভোটগ্রহণে ধীরগতির অভিযোগ রাফির ...

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিতে গিয়ে অনেক শিক্ষার্থীকে দেড় থেকে দুই ঘণ্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। পর্যাপ্ত ভোটকেন্দ্র ও কক্ষ না থাকায় এমন বিড়ম্বনা পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেছেন বাগছাসের যুগ্ম সম্পাদক খান তালাত মাহমুদ রাফি।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে আইটি ভবন ভোটকেন্দ্রে ভোট দিয়ে এসে সাংবাদিকদের তিনি বলেন, সুযোগ থাকা সত্ত্বেও ভোটকেন্দ্র ও কক্ষ বাড়ানো হয়নি। এটা এক ধরনের পরিকল্পিত দীর্ঘসূত্রতা, যা নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে।

 

তিনি আরও বলেন, এই চাকসু নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চার নতুন দিগন্ত খুলে দিয়েছে। দীর্ঘদিন দলীয় প্রভাবের কারণে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাধাগ্রস্ত হয়েছিল, এখন তারা নিজের মত প্রকাশের সুযোগ পাচ্ছে।

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।