ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চাকসু নির্বাচনে নিরাপত্তাজনিত কোনো ঝুঁকি নেই: পুলিশ সুপার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০১, অক্টোবর ১৫, ২০২৫
চাকসু নির্বাচনে নিরাপত্তাজনিত কোনো ঝুঁকি নেই: পুলিশ সুপার ...

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।

তিনি বলেন, পুরো বিশ্ববিদ্যালয় এলাকা বিভিন্ন স্তরের নিরাপত্তা বলয়ে আনা হয়েছে।

পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে চাকসু ভবনের সামনে নির্বাচনী ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

তিনি জানান, পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দারাও প্রতিটি ভোটকেন্দ্র ও হল পর্যবেক্ষণ করছেন। বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে তল্লাশি চলছে এবং বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে। অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সদস্যরাও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।

সাইফুল ইসলাম সানতু বলেন, নির্বাচনের আগে, নির্বাচনের দিন ও নির্বাচনের পরবর্তী সময়-এই তিন ধাপে নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রচারণা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে, ভোটগ্রহণও নির্বিঘ্নে চলছে। আমরা চাই, এই শান্তিপূর্ণ পরিবেশ নির্বাচনের পরেও বজায় থাকুক। এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি এবং এমন কোনো শঙ্কাও নেই।

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।