ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চান্দগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০০, আগস্ট ১৭, ২০১৯
চান্দগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানা এলাকায় ট্রাকের ধাক্কায় মো. লোকমান হোসেন (৫৫) নামে একজন নিহত হয়েছেন। শনিবার (১৭ আগস্ট) দুপুরে পুরাতন চান্দগাঁওয়ের জালাল রোডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লোকমান হোসেন স্থানীয় আইয়ুব আলীর ছেলে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বাংলানিউজকে বলেন, রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি।

পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে বলে জানান তিনি

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।