ঢাকা, শনিবার, ২৪ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আমেরিকায় মায়ামি পিঠা মেলা ১৫ জানুয়ারি

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
আমেরিকায় মায়ামি পিঠা মেলা ১৫ জানুয়ারি আমেরিকায় মায়ামি পিঠা মেলা ১৫ জানুয়ারি

চট্টগ্রাম: পৌষ পার্বনের শীতের বেলা, জমবে এবার পিঠা মেলা- এই স্লোগানে আগামী ১৫ জানুয়ারি (রোববার) আমেরিকার মায়ামিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ মায়ামি পিঠা মেলা ২০১৭।

বাংলাদেশ কালচারাল অর্গানাইজেশন অফ মায়ামি’র উদ্যোগে এ মেলার আয়োজন করা হচ্ছে। সম্প্রতি সংগঠনের সোনালী বাংলা কার্যালয়ে অনুষ্ঠিত বাৎসরিক সভায় মেলা আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া আগামী ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য ১৩তম মায়ামি বৈশাখী মেলা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আলোচনা করা হয় সভায়।

এতে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার মুনির হোসাইন এবং সদস্য সচিব সজীব চৌধুরী শামীম।

এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ জামান, আলম, আশু, দিদারুল আলম, আইয়ুব হাসান, আবু ইদ্রিস লাবু, লিটন মজুমদার, মোহাম্মদ মাসুদ, জাহাঙ্গীর আলম, তৌহিদ, মাসুদ হায়দার প্রমুখ।

উল্লেখ্য, এই পিঠা মেলাতে হাজার হাজার প্রবাসী বাঙালি শত ব্যস্ততার মাঝেও একসাথে মিলিত হন। বাঙালি গৃহিনীরা হাজির হন তাদের হাতে বানানো রকমারি পিঠা নিয়ে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭

আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।