চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: স্থানীয়দের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের দাগ কাটেনি এখনও। এরই মধ্যে সীমিত পরিসরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শুরু হয়েছে ক্লাস ও পরীক্ষা।
বুধবার (৩ সেপ্টেম্বর) নয়টি বিভাগে পরীক্ষা চললেও ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম দেখা গেছে।
এদিন বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও বিভিন্ন অনুষদের ক্যান্টিন, ঝুপড়িগুলো ছিলো তুলনামূলক ফাঁকা।
লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আনাস মাহমুদ বলেন, এখনও আমরা সেই ট্রমা থেকে বের হতে পারিনি। পরিচিত অনেকেই আহত। তাছাড়া পরীক্ষা শুরু হয়ে যাওয়ায় ক্লাসও বন্ধ রয়েছে। এই সপ্তাহ পরীক্ষা স্থগিত হওয়ায় ক্যাম্পাসে স্বাভাবিকভাবেই যাওয়া হচ্ছে না।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজ উদ্দিন বলেন, সংঘর্ষের ঘটনার পর আজ নয়টি বিভাগে পরীক্ষা হয়েছে। প্রতিটি বিভাগকে স্বাধীনতা দেওয়া হয়েছে, তারা চাইলে পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা নিতে বা স্থগিত রাখতে পারবে। তবে আমরা উপস্থিতির বিষয়টি নিশ্চিত করতে বলেছি।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হচ্ছে। এখন থেকে ক্লাস-পরীক্ষা নিয়মিত চলবে। আহত শিক্ষার্থীদের বিষয়টিও বিবেচনায় রাখা হবে।
এমএ/টিসি