ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় ছুরিকাঘাতে অটোরিকশা চালক খুন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৪, সেপ্টেম্বর ৩, ২০২৫
পটিয়ায় ছুরিকাঘাতে অটোরিকশা চালক খুন ...

চট্টগ্রাম: পটিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের কেচিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. শহীদ (৩৩) গাইবান্ধার চণ্ডীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সুন্দরগঞ্জ গ্রামের খাজা মিয়ার ছেলে। তিনি পটিয়ার ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়, যাত্রীবেশে অটোরিকশায় উঠে দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের কেচিয়াপাড়ায় এলাকায় যাওয়ার পর দুর্বৃত্তরা সেটি ছিনতাইয়ের চেষ্টা করে। চালক শহীদ বাধা দিলে পেটে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, নিহত অটোরিকশা চালকের লাশ চমেক মর্গে রয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।  

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।