চট্টগ্রাম: ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের আধ্যাত্মিক সাধক গাউসুল আজম হজরত মাওলানা শাহসূফী সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারীর নাতি ও গদিনশীন শাহছূফী আলহাজ মাওলানা সৈয়দ হাবিবুল বশর মাইজভাণ্ডারীর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর মাইজভাণ্ডার শাহি মাঠে হাজার হাজার আশেক-ভক্ত ও মুরিদানদের উপস্থিতিতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, শাহছূফী হাবিবুল বশর মাইজভাণ্ডারী গাউছে জামান হজরত মাওলানা শাহছূফী সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারীর বড় শাহজাদা এবং গাউছিয়া রহমান মনজিলের সাজ্জাদানশীন ছিলেন।
এমআর/টিসি