চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস ও এনএসআই টিম ১৯০ কার্টন প্লাটিনাম সিগারেট ও আমদানি নিষিদ্ধ ৯২০ কৌটা পাকিস্তানি ডিউ ক্রিম জব্দ করা হয়েছে। এর বাজার মূল্য ৯ লাখ ৮৭ হাজার টাকা।
মঙ্গলবার (২৯ জুলাই) ইউএস-বাংলা এয়ারলাইনসের আবুধাবি থেকে আসা ফ্লাইটের (BS-350) দুই যাত্রীর ব্যাগেজে এসব পণ্য পাওয়া গেছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বাংলানিউজকে বলেন, ফেনীর ছাগলনাইয়ার নূর নবী ও চট্টগ্রামের হাটহাজারীর মো. মিজানুর রহমান
আন্তর্জাতিক আগমনী হলে ইমিগ্রেশন শেষে ব্যাগেজ নিয়ে বিমানবন্দর কাস্টমসের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় কাস্টমস ও এনএসআই টিম ব্যাগেজ স্ক্যানিং করে।
এ সময় সন্দেহজনক প্রতীয়মান হওয়ায় সাড়ে ৬টায় তল্লাশির মাধ্যমে কাস্টমস ও এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম সিগারেট ও ক্রিম উদ্ধার করে।
এরপর উভয় যাত্রীর পাসপোর্ট নম্বর নথিভুক্ত করা হয় এবং ভবিষ্যতে অনুরূপ ঘটনায় আইনানুগ ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
এআর/পিডি/টিসি