ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে তেলের ডিপোতে পড়ে ১ শ্রমিকের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩৯, মে ২৩, ২০২৫
সীতাকুণ্ডে তেলের ডিপোতে পড়ে ১ শ্রমিকের মৃত্যু 

চট্টগ্রাম: সীতাকুণ্ডে কাজ করার সময় তেলে ডিপোতে পড়ে ১ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩ শ্রমিক গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) রাত ৮ টার দিকে সীতাকুণ্ডের সলিমপুর আবাসিক এলাকার জামাল কোম্পানির ডিপোতে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।



তিনি বাংলানিউজকে জানান, তেলের ডিপোতে পড়ে গিয়ে আহত ৪ শ্রমিককে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে ১ জনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য তিনজনকে হাসপাতালের ২ নং ওয়ার্ডে ভর্তি দেন।

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন বাংলানিউজকে জানান, তেলের ডিপোটিতে ক্রুড ওয়েল সহ বিভিন্ন তেল মজুদ রাখা হত। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।


এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।