ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৮, মে ২২, ২০২৫
দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। আমাদের সর্বোচ্চ সচেতন থাকতে হবে এবং ইসলামী আন্দোলনের আদর্শ বজায় রেখে কাজ করতে হবে।

স্বৈরাচার বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।  

বুধবার (২১ মে) রাতে দেওয়ান বাজারস্থ নগর জামায়াতের কার্যালয়ে বিআইএ মিলনায়তনে থানা প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজনের পূর্বে দেশে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন জরুরি। আমরা একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের দাবি জানাচ্ছি।

নগর জামায়াতের আমীর বলেন, জামায়াতকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে এবং আদর্শ নেতৃত্ব গঠনের জন্য প্রত্যেক সদস্য (রুকন)কে শৃঙ্খলা, আমানতদারিতা ও ইসলামী মূল্যবোধে অটল থাকতে হবে। কোরআন ও হাদীস নিয়মিত অধ্যয়ন করতে হবে।  

চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় থানা প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন নগর জামায়াতের নায়েবে আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, মুহাম্মদ উল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফুর রহমান, নগর কর্মপরিষদ সদস্য ডা. ছিদ্দিকুর রহমান,  আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, আমির হোসাইন, প্রফেসর মো: সাইফুল্লাহ, মাহমুদুল আলম, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, হালিশহর থানা আমীর ফখরে জাহান সিরাজী, ইপিজেড থানা আমীর আবুল মোকাররম, বায়েজিদ থানা আমীর জাকির হোসেন, ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম, সদরঘাট থানা আমীর এম এ গফুর, চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, চান্দগাঁও থানা আমীর মুহাম্মদ ইসমাঈল, পাঁচলাইশ থানা আমীর মাহবুবুল হাসান রুমি,বাকলিয়া থানা আমীর সুলতান আহমদ, আকবর শাহ থানা আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, খুলশী থানা আমীর আলমগীর ভূঁইয়া প্রমুখ।

বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।