চট্টগ্রাম: বোয়ালখালীতে অভিযান চালিয়ে স্যার আশুতোষ কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক রাশেদুল হাসানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২১ মে) দিবাগত রাতে তাকে উপজেলার জোটপুকুর পাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
রাশেদ উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ছনদণ্ডী গ্রামের বাদুড়তল এলাকার মাহমুদ আলীর ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, রাশেদ বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলার এজাহারভুক্ত আসামি।
বিই/পিডি/টিসি