ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

সৌম্যর বিস্ফোরক ফেরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৫, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
সৌম্যর বিস্ফোরক ফেরা ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্যাট হাতে ধারাবাহিক পারফর্ম করতে পারছিলেন না বলেই বছরের শুরুতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছিলেন ওপেনার সৌম্য সরকার। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও ছিলেন দর্শক হয়ে।

জাতীয় দল থেকে বাদ পড়ে চলে গেলেন ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে। সেখানে খেললেনও দারুণ।

অগ্রণী ব্যাংকের হয়ে মৌসুমের প্রথম ম্যাচেই উপহার দেন অপরাজিত ৮৯ রানের চমৎকার এক ইনিংস।

আস্থা ফিরলো নির্বাচকদের। আবার স্কোয়াডে দলে ডাক পেলেন লঙ্কানদের বিপক্ষে টি-২০ সিরিজে। আর দলে ফিরেই বিষ্ফোরক ব্যাটিংয়ের নির্বাচকেদের সেই আস্থার প্রতিদান দিলেন সৌম্য।

টি-টোয়েন্টিতে এতদিন তার ব্যক্তিগত সর্বোচ্চ ছিল ৪৮ রান। যা এই ম্যাচ দিয়ে ছাড়িয়ে গেলেন। ৩০ বলে তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম ফিফটি। যেখানে ছিল ৬টি চার ও ২টি ছক্কার মার। তার এমন বিষ্ফোরক ব্যাটিংয়ে ভর করেই লঙ্কানদের বিপক্ষে বড় সংগ্রহের স্বপ্ন জেগেছে স্বাগতিক শিবিরে।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ১৫ ফেব্রুয়ারি ২০১৮
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।