সুপার ফোরের অঘোষিত 'সেমিফাইনালে' পাকিস্তানকে অল্প রানে আটকে ফেললেও পারল না বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ১১ রানের হার নিয়ে ফাইনালের স্বপ্ন অধরাই রয়ে যায়।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সুপার ফোরের লড়াইয়ে প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রান। শুরুতেই তাসকিন আহমেদ ও মেহেদি হাসানের তোপে মাত্র ৪৯ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান। তবে মোহাম্মদ হারিসের (২৩ বলে ৩১) প্রতিরোধ, শাহিন আফ্রিদির (১৩ বলে ১৯) ঝড়ো ব্যাটিং আর শেষ দিকে মোহাম্মদ নওয়াজের (১৫ বলে ২৫) ইনিংসে ভর করে লড়াই করার মতো সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয় তারা।
বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ৩টি, মেহেদী তুলে নেন ২ উইকেট। রিশাদ হোসেনও শিকার করেন ২ উইকেট।
জবাবে ১৩৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে আবারও ব্যর্থ হলো বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ওপেনার পারভেজ হোসেন ইমন প্রথম ওভারেই শূন্য রানে ফেরেন। এরপর তাওহীদ হৃদয় (৫), সাইফ হাসান (১৮), মেহেদী (১১), নুরুল হাসান (১৬), জাকের আলী অনিক (৫) কেউই দায়িত্ব নিয়ে ইনিংস গড়তে পারেননি।
শামীম হোসেন (২৫ বলে ৩০) কিছুটা চেষ্টা করলেও সেটি দলের জয় এনে দিতে যথেষ্ট হয়নি। শেষের দিকে রিশাদ হোসেন ১৬ রানে অপরাজিত থাকলেও তা কেবল হারের ব্যবধানই কমিয়েছে।
ফলে বাংলাদেশ থামে ৯ উইকেটে ১২৪ রানে। পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ ৩টি করে উইকেট শিকার করেন। বল হাতে দুর্দান্ত ছিলেন সাইম আইয়ুবও, তিনি ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ২ উইকেট নেন।
দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণে সহজ লক্ষ্যও তাড়া করতে ব্যর্থ হয়ে বাংলাদেশ হেরে বসলো ১১ রানে। এই হারে সুপার ফোর থেকে ফাইনালে ওঠার আশা শেষ হয়ে গেলো টাইগারদের।
এফবি/জেএইচ