ঢাকা, শুক্রবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে এগিয়ে রাখছেন কার্তিক

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫১, সেপ্টেম্বর ২৫, ২০২৫
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে এগিয়ে রাখছেন কার্তিক

এশিয়া কাপের সুপার ফোর পর্বে পাকিস্তানের বিপক্ষে অঘোষিত ‘সেমিফাইনালে’ মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। ক্রিকেট বিশ্লেষক ও সাবেক ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক এই ম্যাচে বাংলাদেশকে পাকিস্তানের চেয়ে এগিয়ে রাখছেন।

ক্রিকবাজ বিশ্লেষণে কার্তিক বলেন, ‘বাংলাদেশ দল এখন দারুণ মেজাজে আছে। আত্মবিশ্বাসী ও ধারাবাহিকভাবে খেলছে। পাকিস্তান অনেক সময় বড় ম্যাচে চাপ সামলাতে পারে না। তাই আমার দৃষ্টিতে এই ম্যাচে বাংলাদেশ এগিয়ে। ’

এর আগেও কার্তিক বাংলাদেশের সম্ভাবনার কথা জানিয়েছিলেন। বাংলাদেশ সেমিফাইনালে উঠতে পারে এমন মন্তব্যও করেছিলেন তিনি। পাকিস্তান দলের পারফরমেন্স নিয়েও তিনি সতর্ক মন্তব্য করেছেন।  

কার্তিক বলেন, ‘অভিজ্ঞতা ও ম্যাচে প্রতিরোধ গড়ার দিক থেকে পাকিস্তানের কিছু দুর্বলতা রয়েছে। বিশেষ করে চাপে খেলতে গেলে। এদিকে, বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা সাম্প্রতিক সময়ে বেশ ভালো চমক দেখাচ্ছে। ’

এই ম্যাচে পাকিস্তান শক্তিশালী দল হলেও বাংলাদেশ যদি শুরু থেকেই নিয়ন্ত্রিতভাবে খেলতে পারে, তাহলে ম্যাচের ফল ঘোরানো সম্ভব হবে বলে মন্তব্য করেন কার্তিক।

এফবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।