এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর প্রধান মহসিন নকভি এশিয়া কাপ ট্রফি বিতর্কে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত খবরকে ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছেন।
এক্স-এ দেওয়া পোস্টে নাকভি লেখেন, ‘এগুলো সব বানানো বাজে প্রচারণা, নিজেদের জনগণকে বিভ্রান্ত করার জন্য ভারতীয় মিডিয়ার অপপ্রচার ছাড়া কিছুই নয়।
তিনি আরও যোগ করেন, ‘আমি কোনো ভুল করিনি। আমি কখনও বিসিসিআইয়ের কাছে ক্ষমা চাইনি, ভবিষ্যতেও চাইব না। ’
ভারতীয় গণমাধ্যমের বিরুদ্ধে ‘রাজনীতি ক্রিকেটে টেনে আনার’ অভিযোগও তুলেছেন নকভি। তার ভাষায়, ‘দুঃখজনকভাবে ভারত বারবার ক্রিকেটে রাজনীতি টেনে আনছে, এতে খেলাটির আসল চেতনা নষ্ট হচ্ছে। ’
নকভি স্পষ্ট করেন, ফাইনালের দিন ট্রফি তুলে দিতে তিনি প্রস্তুত ছিলেন, এখনও আছেন। ‘তারা (ভারত) যদি সত্যিই ট্রফি চায়, তবে এসিসির দফতরে এসে নিজেরাই নিয়ে যেতে পারে,’ বলেন তিনি।
মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত এসিসির নিয়মিত বৈঠকে বিসিসিআইয়ের ভাইস-প্রেসিডেন্ট রাজীব শুক্লা বারবার ট্রফি হস্তান্তরের দাবি জানালে নকভি প্রত্যাখ্যান করেন।
তিনি বলেন, বিষয়টি বৈঠকের আলোচ্যসূচিতে নেই। পরে আরও চাপের মুখে মন্তব্য করেন, ‘ভারতের অধিনায়ক চাইলে এসিসির দফতরে এসে ট্রফি সংগ্রহ করতে পারেন। ’
তবে এখনো সিদ্ধান্ত হয়নি ট্রফিটি ভারতীয় দলের হাতে কবে তুলে দেওয়া হবে।
সূত্র জানায়, বৈঠকে অনলাইনে যুক্ত থাকা বিসিসিআই কর্মকর্তারা নকভির অবস্থানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান এবং দাবি করেন ট্রফি আইসিসির সদর দপ্তরে হস্তান্তর করা হোক। অন্য এসিসি সদস্যরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও বিসিসিআই প্রতিনিধিদল হঠাৎ বৈঠক থেকে বের হয়ে যায় ও সংযোগ কেটে দেয়।
এমএইচএম