আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেই বড় ধাক্কা খেল নির্বাচন প্রক্রিয়া।
ফলে বেশ কয়েকটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত হয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত নাম সংগীতশিল্পী আসিফ আকবর। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে প্রার্থী মীর হেলাল সরে দাঁড়ানোয় সেখানে একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে থেকে যান আসিফ। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হচ্ছেন তিনি।
একইভাবে, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন আহসান ইকবাল চৌধুরী।
আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে তামিম ইকবাল ছিলেন সবচেয়ে বড় চমক। শুধু তিনি নন, আরও ১৪ জন প্রার্থী নাম প্রত্যাহার করেছেন। তাদের মধ্যে আছেন রফিকুল ইসলাম বাবু, সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খশরু, সৈয়দ বুরহান হোসেনের মতো প্রভাবশালী সংগঠকও।
এফবি/এমএইচএম