মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। বুধবার কিউইদের দেওয়া ১৮২ রানের লক্ষ্য অস্ট্রেলিয়া পেরিয়ে যায় ২১ বল হাতে রেখে, ৬ উইকেটের বড় জয়ে।
অস্ট্রেলিয়ার জয়গাথার নায়ক অধিনায়ক মিচেল মার্শ। মাত্র ৪৩ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংসে মার্শ হাঁকান ৯টি চার ও ৫টি ছক্কা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ জেতাটা খুব গুরুত্বপূর্ণ। অবদান রাখতে পেরে ভালো লাগছে। ’
এর আগে টিম রবিনসনের ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ১৮১ রান তোলে নিউজিল্যান্ড। ইনিংসের শুরুতে ৬ রানে ৩ উইকেট হারানো দলকে টেনে তোলেন রবিনসন ও ড্যারিল মিচেল (৩৪)। চতুর্থ উইকেটে দুজন মিলে যোগ করেন ৯২ রান।
মাত্র ৬৫ বলে সেঞ্চুরি পূর্ণ করা রবিনসন শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১০৬ রানে (৬৬ বলে, ৬ চার, ৫ ছক্কা)। যদিও ভাগ্য তার পক্ষে ছিল, চারবার জীবন পান তিনি, দুইবার ক্যাচ ছাড়েন ট্রাভিস হেড, একবার টিম ডেভিড আর একবার সহজ স্টাম্পিং মিস করেন কিপার অ্যালেক্স কেরি।
শেষ ওভারের শেষ দুই বলে এক ছক্কা ও এক চার মেরে রবিনসন ইনিংস শেষ করেন দুর্দান্তভাবে। ম্যাচ শেষে কিউই অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল বলেন, ‘পাওয়ার প্লেতে তিন উইকেট হারানোর পর সাধারণত দল পিছু হটে। কিন্তু রবিনসন আক্রমণাত্মক খেলা চালিয়ে গেছে, যা আমরা চাই। ’
অস্ট্রেলিয়ার ইনিংসে মার্শের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৬৭ রান যোগ করেন ট্রাভিস হেড (৩১)। ম্যাট শর্টও (২৯) ছোট্ট ইনিংস খেললেও আসল পার্থক্য গড়ে দেন মার্শ। তিনি ২৩ বলে ফিফটি পূর্ণ করেন পরপর দুই ছক্কায়।
শেষ পর্যন্ত ম্যাট হেনরির বলে আউট হলেও ততক্ষণে জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। শেষ কাজটা সেরে দেন টিম ডেভিড।
অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণে আলো ছড়ান বেন ডোয়ারশুইস। মিচেল স্টার্কের অনুপস্থিতিতে নতুন বলে তিনিই অস্ট্রেলিয়ার আক্রমণ ভাগের নেতৃত্ব দেন। তার তৃতীয় ডেলিভারিতেই বোল্ড হন ডেভন কনওয়ে, এরপরের বলেই গোল্ডেন ডাক মারেন মার্ক চ্যাপম্যান। চার ওভারে ৪০ রান দিয়ে ২ উইকেট নেন তিনি।
অস্ট্রেলিয়া কালো আর্মব্যান্ড পরে মাঠে নামে উইকেটকিপার কেরির প্রয়াত বাবা গর্ডনের স্মরণে। সিরিজের দ্বিতীয় ম্যাচ একই ভেন্যুতে শুক্রবার দুপুরে শুরু হবে।
এমএইচএম