ঢাকা, রবিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

‘জয়ের পথ এখন চেনা’, বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসী জ্যোতি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩১, সেপ্টেম্বর ২৭, ২০২৫
‘জয়ের পথ এখন চেনা’, বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসী জ্যোতি নিগার সুলতানা জ্যোতি/সংগৃহীত ছবি

নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে ৩০ সেপ্টেম্বর পর্দা উঠবে এবারের আসরের।

 

উদ্বোধনী ম্যাচের আগে অনুষ্ঠিত হলো ‘ক্যাপ্টেনস ডে’, যেখানে অংশ নেন ৮ দলের অধিনায়ক। সেখানে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানালেন, এবার তারা ম্যাচ জেতার পথ চিনে নিয়েছেন।

বাংলাদেশ নারী দলের এটি দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ। প্রথমবার ২০২২ সালে নিউজিল্যান্ডে অংশ নিয়ে পাকিস্তানের বিপক্ষে একমাত্র জয় পেয়েছিল বাংলাদেশ। সেই অভিজ্ঞতা এবার দলের আত্মবিশ্বাসকে অনেকগুণ বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন জ্যোতি।

তিনি বলেন, ‘আগে আমরা বড় টুর্নামেন্টে ছিলাম একেবারেই নতুন। জেতার কৌশলও জানতাম না। কিন্তু গত কয়েক বছরে দেশে-বিদেশে অনেক ম্যাচ খেলেছি। সেই অভিজ্ঞতা শিখিয়েছে কিভাবে জয় ছিনিয়ে আনতে হয়। ’

বাংলাদেশে নারীদের ক্রিকেটের জনপ্রিয়তা নিয়েও আশাবাদী জ্যোতি। অধিনায়কের ভাষায়, ‘আমরা জানি আমাদের দায়িত্ব কী। দেশের মানুষ এখন মেয়েদের ক্রিকেটে অনেক আগ্রহী। এই বিশ্বকাপ আমাদের জন্য দারুণ সুযোগ—পারফরম্যান্সের মাধ্যমে সমর্থকদের আস্থা ফেরানোর সময় এসেছে। ’

নারী ওয়ানডে বিশ্বকাপের এটি ১৩তম আসর হলেও বাংলাদেশ খেলছে দ্বিতীয়বার। কাকতালীয়ভাবে এবারও পাকিস্তানের বিপক্ষেই শুরু হচ্ছে যাত্রা। আগামী ২ অক্টোবর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

এফবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।