বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার লিটন দাস চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে খেলতে পারবেন না।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, এশিয়া কাপ চলাকালীন এক অনুশীলন সেশনে চোট পাওয়ায় লিটনকে বিশ্রামে পাঠানো হয়েছে।
চিকিৎসকরা তাকে সম্পূর্ণ সুস্থ হয়ে ফেরার জন্য পর্যাপ্ত সময় দেওয়ার পরামর্শ দিয়েছেন। বিসিবি জানিয়েছে, লিটনের চোট গুরুতর নয়, তবে কোনো ঝুঁকি না নিয়ে আফগানিস্তান সিরিজ থেকে তাকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
লিটনের অনুপস্থিতি দলকে কিছুটা চাপে ফেললেও, নির্বাচকরা ইতোমধ্যে বিকল্প খেলোয়াড় নিয়ে ভাবছেন। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে কে লিটনের জায়গা নেবেন।
এদিকে, ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব আবারও পেতে পারেন জাকের আলী অনিক। এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি, যদিও দুই ম্যাচেই দলকে জয় এনে দিতে পারেননি।
এশিয়া কাপ থেকে বিদায় নেওয়ার পরও এখনই দেশে ফিরছে না বাংলাদেশ দল। আগামী ২ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরু করবে টাইগাররা। সিরিজ শেষে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে ক্রিকেটারদের।
এফবি/এমএইচএম