ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

চোটে ছিটকে গেলেন সৌম্য, বদলি মিরাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৭, মে ২২, ২০২৫
চোটে ছিটকে গেলেন সৌম্য, বদলি মিরাজ ছবি: সংগৃহীত

সৌম্য সরকারকে নিয়ে শঙ্কা ছিল আগেই। এবার পাকিস্তান সিরিজ থেকে ছিটকেই গেলেন তিনি।

তার চোটে কপাল খুলেছে মেহেদি হাসান মিরাজের। লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলার মাঝেই টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন এই অলরাউন্ডার।  

দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে চলমান সিরিজে কোনো ম্যাচই খেলতে পারেননি সৌম্য। এক সপ্তাহ ধরে পিঠের নিচের অংশে ব্যথা অনুভব করছিলেন তিনি। আজ বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান জানান, সৌম্যর সেরে উঠতে সময় লাগবে আরও ১০ থেকে ১২ দিন।

বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন মিরাজ। সেখানে তিনি লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন পিএসএলের এলিমিনেটর ম্যাচ। তার সঙ্গে একই দলে আছেন সাকিব আল হাসান ও রিশাদ হোসেনও।

টি-টোয়েন্টিতে এখনও পর্যন্ত ২৯টি ম্যাচ খেলেছেন মিরাজ। তবে এই ফরম্যাটে জাতীয় দলে নিয়মিত হতে পারেননি তিনি। সবশেষ খেলেছেন গত ডিসেম্বরে; ওয়েস্ট ইন্ডিজ সফরে। সিরিজটির দুই ম্যাচে চার নম্বরে ব্যাট করে খেলেন ২৫ বলে ২৬ ও ২৩ বলে ২৯ রানের ইনিংস। বল হাতে যদিও উইকেট পাননি, পরে বাদ পড়েন দল থেকে।

তবে ঘরোয়া ক্রিকেটে মিরাজের পারফরম্যান্স ছিল নজরকাড়া। সদ্য শেষ হওয়া বিপিএলে ব্যাট-বল হাতে দ্যুতি ছড়িয়ে হয়েছেন টুর্নামেন্ট সেরা হওয়া এই ক্রিকেটার। এবার জাতীয় দলে ফেরার সুযোগ পেয়েছেন, যেখানে নিজের টি-টোয়েন্টি সামর্থ্যের প্রমাণ দিয়ে জায়গা পাকাপোক্ত করার লক্ষ্য থাকবে তার সামনে।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।