ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

সাইফের লড়াইয়েও ভারতের বিপক্ষে ব্যর্থ বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৫, সেপ্টেম্বর ২৫, ২০২৫
সাইফের লড়াইয়েও ভারতের বিপক্ষে ব্যর্থ বাংলাদেশ সাইফের লড়াইয়েও ভারতের বিপক্ষে ব্যর্থ বাংলাদেশ

ভারতের বিপক্ষে শেষ পর্যন্ত লড়াই করেও পারল না বাংলাদেশ। সাইফ হাসানের সাহসী ইনিংস সত্ত্বেও ব্যাটিং ব্যর্থতায় টাইগাররা হেরে গেল ৪১ রানে।

টস জিতে আগে বোলিংয়ে নেমে বাংলাদেশ ভারতের ব্যাটিংকে কিছুটা নিয়ন্ত্রণে রাখলেও অভিষেক শর্মার বিস্ফোরক ব্যাটিং পুরো চিত্রটাই পাল্টে দেয়। মাত্র ৩৭ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংসে ছয়টি চার ও পাঁচটি ছক্কা হাঁকান তিনি। শুভমান গিল (১৯ বলে ২৯) ও হার্দিক পান্ডিয়া (২৯ বলে ৩৮) ইনিংসকে বড় করতে সাহায্য করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ভারত সংগ্রহ করে ১৬৮ রান।

বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ৩ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট, মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ৩৩ রানে ১ উইকেট নেন। এছাড়া তানজিম হাসান সাকিব ও সাইফউদ্দিনও একটি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতেই ধাক্কা খায়। ১.২ ওভারে তানজিদ হাসান মাত্র ১ রানে আউট হন। এরপর পারভেজ হোসেন ইমন ২১ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। দলের পক্ষে একমাত্র উজ্জ্বল দিক ছিলেন ওপেনার সাইফ হাসান। তিনি ৫১ বলে ৬৯ রান করেন, যেখানে ছিল ৩টি চার ও ৫টি ছক্কা। কিন্তু তাকে সঙ্গ দিতে পারেননি কেউই।

বাকিদের মধ্যে জাকের আলী অনিক ৪, সাইফউদ্দিন ৪, রিশাদ ২ ও মোস্তাফিজ ৬ রান করে ফেরেন। নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার আগেই ১৯.৩ ওভারে অলআউট হয়ে যায় বাংলাদেশ, সংগ্রহ মাত্র ১২৭ রান।

ভারতের হয়ে কুলদীপ যাদব দুর্দান্ত বোলিং করে ৪ ওভারে ১৮ রানে ৩ উইকেট নেন। ভরসা যোগান বুমরাহও, তিনি ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। বরুণ চক্রবর্তীও নেন ২ উইকেট।

ফলে সাইফ হাসানের একক লড়াই সত্ত্বেও দলকে জয়ের মুখ দেখাতে পারেনি বাংলাদেশ। ভারতের ১৬৮ রানের জবাবে ১২৭ রানে থেমে যায় টাইগাররা। সুপার ফোরে ৪১ রানের বড় পরাজয় বরণ করতে হয় লাল-সবুজের দলকে।

এফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।