ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

বৃষ্টিতে পিছিয়ে গেল ভারত-পাকিস্তান ম্যাচের টস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৭, জুন ৯, ২০২৪
বৃষ্টিতে পিছিয়ে গেল ভারত-পাকিস্তান ম্যাচের টস

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে রোমাঞ্চ থাকে অনেক। দুই দলের ক্রিকেটার, সমর্থক, পুরো বিশ্বের ক্রিকেট অঙ্গনেই ম্যাচটিকে ঘিরে আগ্রহ থাকে সবার।

এখন দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয় না তারা।

রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে মাঠে নামার কথা ছিল ভারত ও পাকিস্তানের। কিন্তু বৃষ্টির কারণে এ ম্যাচের টস পিছিয়ে গেছে।

ম্যাচের ভেন্যু নিউইয়র্ক শহরে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার পূর্ভাবাস অনুযায়ী সারাদিনই ওখানে বৃষ্টি থাকার কথা। যদিও এখন বৃষ্টি নেই। স্থানীয় সময় সকাল ১০টা ১৫মিনিটে মাঠ পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে আম্পায়ারদের।  

বৃষ্টিতে শেষ অবধি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে বেশ বিপদেই পড়ে যেতে হবে পাকিস্তানকে। কারণ বিশ্বকাপের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হেরে গেছে তারা। এ ম্যাচে জয় না পেলে বা পয়েন্ট ভাগাভাগি হলে জটিল হয়ে যাবে তাদের সুপার এইটের সমীকরণ। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জিতে অবশ্য স্বস্তিতেই আছে ভারত।

বাংলাদেশ সময় : ০৮০৯ ঘণ্টা, ৯ জুন, ২০২৪
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।