আবার আয়োজিত হচ্ছে দেশের সবচেয়ে বড় এবং বহুল প্রতীক্ষিত পাবলিক স্পিকিং ইভেন্ট ‘রাইজ এবাভ অল’।
এবারের আসর বসবে আগামী ৩১ অক্টোবর ঢাকার খামারবাড়ি এলাকায় কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) কমপ্লেক্সে।
‘রাইজ এবাভ অল’ শিক্ষার্থী, তরুণ পেশাজীবী এবং নবীন উদ্যোক্তাদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম, যা দেশের বিভিন্ন ইন্ডাস্ট্রির শীর্ষ অর্জনকারীদের সঙ্গে তরুণ প্রজন্মের সংযোগ তৈরি করতে সাহায্য করবে। ইভেন্টটি অংশগ্রহণকারীদের অনুপ্রেরণা, সাহস এবং আত্মবিশ্বাস যোগায়, যা তাদের জীবনের প্রতিবন্ধকতা জয় করতে এবং নিজেদের স্বপ্ন পূরণের পথে এগোতে সহায়তা করবে।
এক মাসব্যাপী ক্লাব অ্যাক্টিভেশনের মাধ্যমে ৩০টি বিশ্ববিদ্যালয়ের ৩৫টি ক্লাবে পৌঁছানো হয়েছে।
এ বছর ৩৬০° ডিজিটাল হেলথকেয়ার প্ল্যাটফর্ম ‘সুখি’ (Shukhee) টাইটেল স্পন্সর হিসেবে আয়োজনে যুক্ত হয়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থাকছে ‘পাওয়ার্ড বাই’ স্পন্সর হিসেবে। পাশাপাশি মাস্টারকার্ড স্ট্র্যাটেজিক পার্টনার এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সহযোগী প্রতিষ্ঠান হিসেবে অংশগ্রহণ করছে।
ডন সামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সির আয়োজনে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দিনব্যাপী চলবে এই অনুষ্ঠান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো শিক্ষার্থী, পেশাজীবী, উদ্যোক্তা এবং চেঞ্জমেকার একত্রিত হবেন।
আয়োজনে মূল বক্তাদের মধ্যে থাকবেন শোবিজ, মিডিয়া, কর্পোরেটসহ বিভিন্ন অঙ্গনের শীর্ষ ও নন্দিত ব্যক্তিত্বরা।
এনডি