ঢাকা, বুধবার, ৬ কার্তিক ১৪৩২, ২২ অক্টোবর ২০২৫, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৭

কর্পোরেট কর্নার

আয়াত কেয়ার-কারকুমা উদযাপন করল ‌‘পুরোনো সেই দিনের কথা’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪১, অক্টোবর ২১, ২০২৫
আয়াত কেয়ার-কারকুমা উদযাপন করল ‌‘পুরোনো সেই দিনের কথা’

আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে আয়াত কেয়ার ও কারকুমা একসঙ্গে আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান। এর নাম হচ্ছে ‘পুরোনো সেই দিনের কথা’।

 

রাজধানী একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের স্পন্সর ছিল কারকুমা।

অনুষ্ঠানে প্রবীণ অতিথি, কেয়ারগিভার এবং অংশীদাররা একত্রিত হয়ে বৃদ্ধদের অবদান ও সুস্থ জীবন উদযাপন করেন।

‘পুরোনো সেই দিনের কথা’উদযাপনের মাধ্যমে আয়াত কেয়ার ও কারকুমা তাদের লক্ষ্য পুনর্ব্যক্ত করেছে — প্রবীণদের সুস্থতা, যত্ন এবং মানসিক শান্তি নিশ্চিত করা। প্রোগ্রামে ছিল অনুপ্রেরণামূলক বক্তব্য, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রবীণদের স্বাস্থ্যের গুরুত্ব নিয়ে আলোচনা।

আয়াত কেয়ারের সিইও নুসরাত ফিরোজ আমান বলেন, আমরা সব সময় আছি এবং আমাদের প্রতিটি কার্যক্রম বয়স্ক বাবা মার সেবায় নিয়োজিত। ‘পুরোনো সেই দিনের কথা’ আমাদের প্রয়াস ছিল প্রবীণদের জ্ঞান, অভিজ্ঞতা এবং ভালোবাসার প্রতি সম্মান প্রদর্শন করা।

এই উদ্যোগের মাধ্যমে আয়াত কেয়ার এবং কারকুমা নিশ্চিত করেছে যে সমাজে প্রবীণরা সুস্থ, সুখী এবং সম্মানিত জীবন কাটাবে।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।