ঢাকা, শুক্রবার, ১৮ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

কৃষি

বাগেরহাটে ৫ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৩, ফেব্রুয়ারি ৫, ২০১৭
বাগেরহাটে ৫ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

বাগেরহাট: বাগেরহাটে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা। রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে মেলার উদ্বোধন করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন।

এর আগে মেলা উপলক্ষে শহরে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফতাব উদ্দিন।  

এতে বক্তব্য রাখেন- বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মামুন-উল-হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনাঞ্চলের অতিরিক্ত পরিচালক নিত্যারঞ্জন বিশ্বাস, প্রকল্প পরিচালক জি এম রুহুল আমিন প্রমুখ।

পাঁচ দিনব্যাপী এ মেলায় জেলার কৃষি বিভাগসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ২২টি স্টল অংশ নিয়েছে। মেলা বৃহস্পতিবার বিকেল পর্যন্ত চলবে।

মেলায় আধুনিক প্রযুক্তিতে চাষে উৎপাদিত বিভিন্ন ফসলের প্রদর্শন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।