ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

ভোক্তা অধিকারের উপপরিচালক করোনায় আক্রান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৩, মে ১৪, ২০২০
ভোক্তা অধিকারের উপপরিচালক করোনায় আক্রান্ত

ঢাকা: ভোক্তার অধিকার সংরক্ষণে অভিযান পরিচালনা করতে গিয়ে দেশজুড়ে আলোচনায় আসা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গত দুদিন ধরে জ্বর অনুভব করায় বুধবার (১৩ মে) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে নমুনা পরীক্ষা দিয়ে আসেন। একই দিনে সন্ধ্যা সাড়ে ৭টায় হাসপাতাল থেকে জানানো হয়, তিনি করোনা পজিটিভ।

 

গত সোমবার অভিযান পরিচালনার সময় হঠাৎ গলাব্যথা শুরু হয় তার। মঙ্গলবার থেকে শুরু হয় জ্বর।

মনজুর শাহরিয়ার এখন বাসায় আছেন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আবদুল্লাহর পরামর্শে ওষুধ খাচ্ছেন তিনি।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মে ১৪, ২০২০
এমআইএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।