ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

বিরামপুরে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১১, মার্চ ৩০, ২০২০
বিরামপুরে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু ছবি প্রতীকী

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলায় করোনা ভাইরাস উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স ৪০ বছর। 

সোমবার (৩০ মার্চ)  সকাল ১১টায় দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৃত্যুর সময় ওই ব্যক্তির সর্দি-জ্বর ও শ্বাসকষ্ট হচ্ছিল।

আমরা পুরোপুরিভাবে নিশ্চিত নই যে, তিনি করোনায় মারা গেছেন।  

মৃত ব্যক্তি কুমিল্লা জেলায় ইতালিফেরত প্রবাসীর বাড়িতে কাজ করতেন। সম্ভবত সেখান থেকেই তিনি করোনা আক্রান্ত হতে পারেন। আমরা স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) বিষয়টি জানিয়েছি। তারা মৃত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করবেন। এছাড়া তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলেছি। আমরা মৃত ব্যক্তির বসবাসরত পুরো গ্রামটিকে কোয়ারেন্টিনের আনার চিন্তা করছি।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।