ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

পদ্মাসেতুর কাজ ষড়যন্ত্র করেও বন্ধ করতে পারেনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
পদ্মাসেতুর কাজ ষড়যন্ত্র করেও বন্ধ করতে পারেনি গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা ইন্দিরা। ছবি: বাংলানিউজ

মুন্সিগঞ্জ: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতু নির্মাণকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজ করছেন। যারা পদ্মাসেতুর বিরোধিতা করছেন, নাম বলতে অসুবিধা নেই। এ পদ্মাসেতু বাংলাদেশের স্বপ্নের সেতু। পদ্মাসেতুর নির্মাণ কাজ ষড়যন্ত্র করেও বন্ধ করতে পারেনি।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে মুন্সিগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার মাঠ প্রাঙ্গণে গণ সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছিলেন পদ্মাসেতু জোড়াতালি দিয়ে তৈরি হচ্ছে, এ সেতুতে উঠবেন না, ভেঙে যাবে।

পদ্মাসেতুতে মানুষের মাথার লাগার গুজব ছড়ায় তারা নিশ্চই বিএনপি।

তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী উন্নয়ন বান্ধন প্রধানমন্ত্রী। তার দক্ষ পরিচালনায় ও দেশের মানুষের ভালোবাসায় দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। মুন্সিগঞ্জ জেলা দেশের অবিচ্ছেদ্য অংশ। এ জেলায় উন্নয়নের ছোয়া লেগেছে, আরও উন্নয়ন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন, ঘরে ঘরে গুজব প্রতিরোধ করুন।

মিরকাদিম পৌর সভার মেয়র মো. শহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে এ গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন, বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনিছ-উজ্জামান আনিছ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।