ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

না’গঞ্জে আনোয়ার হত্যায় একজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
না’গঞ্জে আনোয়ার হত্যায় একজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারের আনোয়ার হোসেন হত্যা মামলার একমাত্র আসামি শ্যামল মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, আনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শাহ মোহাম্মদ জাকির হাসান এই রায় ঘোষণা করেন।  

রায় ঘোষণার সময় আসামি শ্যামল মোল্লা আদালতে উপস্থিত ছিলেন।

তিনি আড়াইহাজারের বারোয়ানির মৃত আব্দুর রউফ মোল্লার ছেলে।  

আদালতের অতিরিক্ত পিপি আব্দুর রহিম বাংলানিউজকে জানান, মামলার ১৫ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেছেন।  

২০১১ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আড়াইহাজারের বারোয়ানি এলাকায় এক ক্রিকেট টুর্নামেন্টে আউট হওয়াকে কেন্দ্র করে আনোয়ারের মাথায় আঘাত দিয়ে তাকে হত্যা করে শ্যামল।  

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।