ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে পুলিশ-কোস্ট গার্ডসহ আরও ১৩ জন করোনায় আক্রান্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১২, মে ৬, ২০২০
চট্টগ্রামে পুলিশ-কোস্ট গার্ডসহ আরও ১৩ জন করোনায় আক্রান্ত প্রতীকী ছবি

চট্টগ্রাম: চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) করোনা পরীক্ষার ল্যাবে যান্ত্রিক ত্রুটি থাকায় দু’দিন পর মিললো নমুনা পরীক্ষার রিপোর্ট। এতে চট্টগ্রামে নতুন আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (০৬ মে) দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

আক্রান্তদের মধ্যে হাটহাজারী, সীতাকুণ্ড, সাতকানিয়া ও মিরসরাই উপজেলায় ১ জন করে রয়েছেন।

বাঁশখালী উপজেলায় আরও ২ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।

তালিকায় রয়েছেন, ২ পুলিশ ও ৩ কোস্ট গার্ড সদস্য।

চট্টগ্রামের ফিল্ড হাসপাতাল এবং বিআইটিআইডিতে চিকিৎসাধীন থাকা আরও ২ জন।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, পিসিআর মেশিনে যান্ত্রিক ত্রুটি থাকায় গত দুই দিন সিভাসুর রিপোর্ট পাওয়া যায়নি।  গত দুই দিনে সিভাসুতে ১২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২২ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।

এদের মধ্যে একজন পুরোনো রোগী সহ ১৪ জন চট্টগ্রাম জেলার এবং ৮ জন অন্যান্য জেলার বাসিন্দা।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মে ০৬, ২০২০
এমএম/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।