ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

নড়াইলে তিনটি মিনি স্টেডিয়ামের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
নড়াইলে তিনটি মিনি স্টেডিয়ামের উদ্বোধন তিনটি মিনি স্টেডিয়ামের উদ্বোধন। ছবি: বাংলানিউজ

নড়াইল: নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলায় তিনটি মিনি স্টেডিয়ামের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২১ অক্টোবর) বেলা ১১টায় গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেডিয়ামগুলোর উদ্বোধন করেন। নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।

উদ্বোধন শেষে  অভিভাবকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক আনজুমান আরা বেগম বলেন, ছেলে-মেয়েদের শুধু লেখাপড়া করার জন্য চাপ দিলে হবে না। তাদের লেখাপড়া করার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শরীর চর্চা করার সময়ও দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ানুর ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ,  অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।