[x]
[x]
ঢাকা, রবিবার, ৮ আশ্বিন ১৪২৫, ২৩ সেপ্টেম্বর ২০১৮
bangla news

সাতক্ষীরায় শুরু হলো ভলিবল লীগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৪-১৫ ৯:৪৯:৫১ এএম
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরায় শুরু হয়েছে হাসান ব্রাদার্স ভলিবল লীগ ২০১৮। রোববার (১৫ এপ্রিল) বিকেলে সাতক্ষীরা স্টেডিয়ামের ভলিবল গ্রাউন্ডে লীগের উদ্বোধনী ম্যাচে সপ্তগ্রাম রিক্রিয়েশন ক্লাব ভালুকা চাঁদপুর সবুজ সংঘকে ২-০ সেটে পরাজিত করে।

এছাড়া, দিনের অপর ম্যাচে শিল্পী চক্রকে ২-০ সেটে হারিয়েছে কুখরালী ভলিবল স্পোর্টিং ক্লাব।

এর আগে দুপুরে হাসান ব্রাদার্সের পৃষ্ঠপোষকতায় ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে হাসান ব্রাদার্স ভলিবল লীগ ২০১৮ এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

উদ্বোধনী অনুষ্ঠানে ভলিবল উপ-কমিটির চেয়ারম্যান ও পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, হাসান ব্রাদার্সের সত্ত্বাধিকারী এমদাদ হোসেন বাবু, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শাহ আলম হাসান শানু, ভলিবল সম্পাদক রুহুল আমিন, নির্বাহী সদস্য  ইদ্রিস বাবু, সৈয়দ জয়নুল আবেদিন জসি, কবিরুজ্জামান রুবেল, হাফিজুর রহমান খান বিটু, মো. আলতাফ হোসেন, ওসমান আলী প্রমুখ।

প্রসঙ্গত, ১২ বছর পর আয়োজিত এই ভলিবল লীগে অংশ নিচ্ছে জেলার ৫৯টি দল।

এদিকে, উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় সৈনিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইনামুল হক বিশ্বাসের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ১৫ এপ্রিল, ২০১৮
এমএমএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa