ঢাকা, শুক্রবার, ৩০ কার্তিক ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

চলে গেলেন বিপ্লব ভট্টাচার্যের বাবা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
চলে গেলেন বিপ্লব ভট্টাচার্যের বাবা

ঢাকা: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় বিপ্লব ভট্টাচার্যের বাবা সুশীল ভট্টাচার্য পরোলোক গমন করেছেন। সোমবার (০৪ ডিসেম্বর) বিকেল ৪টায় কুমিল্লায় নিজ বাস ভবনে তিনি পরোলোক গমন করেন।



মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। স্ত্রী, ৪ ছেলে, নাতি-নাতনি ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি।

বিপ্লব ভট্টাচার্যের বাবার মৃত্যুতে বাফুফে সভাপতি কাজী মো: সালাহউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ নির্বাহি কমিটির সকল কর্মকর্তাগন, বাফুফের সকল স্ট্যান্ডিং কমিটি, সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ আন্তরিক শোক এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ০৪ ডিসেম্বর ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।