ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

খেলা

এলএফপি ট্রফি পেলেন মেসি (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৫, জানুয়ারি ১২, ২০১৫
এলএফপি ট্রফি পেলেন মেসি (ভিডিও) ছবি : সংগৃহীত

ঢাকা: লা লিগার ইতিহাসে সর্বোচ্চ গোল করার পুরস্কার পেলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। লা লিগায় অসাধারণ এ রেকর্ড গড়ার স্বীকৃতি স্বরূপ স্পেনের পেশাদার ফুটবল লিগের পক্ষ থেকে মেসির হাতে এলএফপি ট্রফি তুলে দেওয়া হয়।



গত বছরের ২২ নভেম্বর সেভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে অ্যাতলেতিক বিলবাও এর কিংবদন্তি ফুটবলার তেলমো জারার রেকর্ড ভেঙে ফেলেন মেসি। জারার ২৫১ গোলকে টপকে মেসি নতুন করে রেকর্ড বুকে নিজের নাম লেখান।

রোববার লা লিগার ম্যাচে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে নামার আগে মেসির হাতে সেই স্বীকৃতি স্বরূপ এলএফপি ট্রফি তুলে দেওয়া হয়।

ট্রফি নেওয়ার সেই ভিডিও:


বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ১২ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।