বেশ কিছুদিন থেকেই আলোচনা সমালোচনায় বাংলাদেশ হকি ফেডারেশন। এএইচএফ কাপে বাংলাদেশের চরম ব্যর্থতার পর হকি ফেডারেশনের অনিয়ম খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।
এএইচএফ কাপে বাংলাদেশ হকির সেরা তারকা রাসেল মাহমুদ জিমিকে ছাড়াই দল গঠন করেছিল বাংলাদেশ হকি ফেডারেশন। সক্ষমতা না দেখে বয়স দেখে দল নির্ধারণ করা হয়েছে। ফিটনেস টেস্টেও ডাকা হয়নি জিমিকে। ফলে নিজের সক্ষমতা দেখানোর সুযোগও পাননি তিনি। কোন ভিত্তিতে ফেডারেশনে এই বয়সের নিয়ম বানানো হয়েছে? এমন প্রশ্ন তোলেনি কেউ।
জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত কমিটির আহ্বায়ক ওই প্রতিষ্ঠানের পরিচালক (খেলা)। দুই সদস্য চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একান্ত সচিব ও সহকারী পরিচালক (খেলা)। হকি দলের ব্যর্থতার পর তা খতিয়ে দেখতে কমিটি করেছে।
ক্রীড়া পরিষদ তাদের অধিকার প্রয়োগ করে আগেই প্রশ্ন করলে এমন ব্যর্থতা এড়ানো যেত বলে ধারণা সংশ্লিষ্টদের।
এআর/আরইউ