ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

খেলা

প্রেমিকার মুখে ঘুষি মারার অভিযোগে অলিম্পিক পদকজয়ী গ্রেপ্তার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৭, মে ৩, ২০২৫
প্রেমিকার মুখে ঘুষি মারার অভিযোগে অলিম্পিক পদকজয়ী গ্রেপ্তার ফ্রেড কার্লি/সংগৃহীত ছবি

দুইবারের অলিম্পিক পদকজয়ী মার্কিন অ্যাথলেট ফ্রেড কার্লি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ডানিয়া বিচ-এর একটি হোটেল থেকে গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি তার সাবেক সঙ্গী এবং সতীর্থ অলিম্পিয়ান আলাইশা জনসনের মুখে ঘুষি মেরেছেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে, যখন কার্লি অংশগ্রহণের জন্য প্রস্তুত হচ্ছিলেন গ্র্যান্ড স্লাম ট্র্যাক সিরিজের দ্বিতীয় পর্বে, যা শুরু হয় শুক্রবার থেকে।

কী ঘটেছিল?

যুক্তরাষ্ট্রের ব্রাওয়ার্ড কাউন্টি শেরিফের অফিস জানায়, ২৯ বছর বয়সী কার্লির বিরুদ্ধে “ব্যাটারি–টাচ বা স্ট্রাইক” অভিযোগ আনা হয়েছে, যার আওতায় কাউকে ইচ্ছাকৃতভাবে শারীরিক আঘাত করা হলে অপরাধ হিসেবে গণ্য করা হয়।

ঘটনার পর শুক্রবার কার্লিকে আদালতে তোলা হলে তিনি ১ হাজার ডলার মুচলেকায় জামিনে মুক্তি পান।

কার্লির আইনজীবী রিচার্ড কুপার এক বিবৃতিতে বলেন, “আমরা আশাবাদী, এই মামলাটি দ্রুত খারিজ হবে। ”

প্রতিযোগিতায় অংশ নেবেন না কার্লি

গ্র্যান্ড স্লাম ট্র্যাক আয়োজকরা এক বিবৃতিতে জানান: “ফ্রেড কার্লিকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন। তিনি এই সপ্তাহান্তে কোনো ইভেন্টে অংশ নিচ্ছেন না। ”

কার্লি এবং জনসন উভয়েই এই প্রতিযোগিতায় দৌড়ানোর জন্য নিবন্ধিত ছিলেন।

কার্লির ক্রীড়াজীবনের ঝলমলে অধ্যায়

ফ্রেড কার্লি একজন বিশ্বমানের স্প্রিন্টার।

২০২০ টোকিও অলিম্পিকে ১০০ মিটারে রূপা,

২০২৪ প্যারিস অলিম্পিকে ১০০ মিটারে ব্রোঞ্জ জিতেছেন। তিনি গত মাসে কিংস্টনে অনুষ্ঠিত গ্র্যান্ড স্লাম ট্র্যাক সিরিজের উদ্বোধনী পর্বেও অংশ নিয়েছিলেন।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।