ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

রাকসু: বহিরাগত শনাক্তে হলে হলে তল্লাশি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪৭, অক্টোবর ১৫, ২০২৫
রাকসু: বহিরাগত শনাক্তে হলে হলে তল্লাশি রাকসু: বহিরাগত শনাক্তে হলে হলে তল্লাশি

রাজশাহী থেকে: আর মাত্র একদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। তাই বহিরাগত শনাক্তে আবাসিক হলগুলোতে তল্লাশি চালাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা শহীদ শামসুজ্জোহা হলে তল্লাশি শুরু করেন। এতে নেতৃত্ব দেন হলের প্রাধাক্ষ্য অধ্যাপক আল আমিন সরকার।  

এ সময় মতিহার থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রক্টরিয়াল বডির সদস্যদের হলের বিভিন্ন কক্ষে গিয়ে শিক্ষার্থীদের আইডি কার্ড পরীক্ষা করতে দেখা যায়। পাশাপাশি কক্ষে কোনো ধরনের অবৈধ অস্ত্র রয়েছে কিনা সেটিও যাচাই করছেন তারা।
তারা জানান, নির্বাচন ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে, নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এ তল্লাশি চালানো হচ্ছে।

এসসি/এমইউএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।