ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

রাকসু: সব শিক্ষার্থীকে ভোট দেওয়ার আহ্বান শিবির সমর্থিত প্যানেলের

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২৮, অক্টোবর ১৫, ২০২৫
রাকসু: সব শিক্ষার্থীকে ভোট দেওয়ার আহ্বান শিবির সমর্থিত প্যানেলের সম্মিলিত শিক্ষার্থী জোট সংবাদ সম্মেলন করেছে

রাজশাহী থেকে: শক্তিশালী রাজশাহী কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) জন্য নির্বাচনে আবাসিক, অনাবাসিক সব শিক্ষার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে শিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সম্মিলিত শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা। এসময় উপস্থিত ছিলেন এ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী এস. এম. সালমান সাব্বির।

সংবাদ সম্মেলনে জোটের নেতারা বলেন, তারা একটা শক্তিশালী রাকসু চান, যেটা শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বলিষ্ঠভাবে কাজ করবে।  

তারা বলেন, ৩৫ বছর পর একটি শক্তিশালী রাকসু গঠনের সুযোগ শিক্ষার্থীদের হাতে এসেছে, আমরা আশা করি তারা সেই সুযোগকে যথাযথভাবে কাজে লাগাবেন। সেজন্য আগামী ১৬ অক্টোবর আবাসিক, অনাবাসিক সব শিক্ষার্থীকে দলে দলে এসে সানন্দে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি।

সবার সহযোগিতা চেয়ে জোটের নেতারা বলেন, নির্বাচনে প্রত্যেক প্যানেল, প্রার্থী ও সমর্থকরা একে অপরকে সহযোগিতা করার মাধ্যমে শৃঙ্খলা, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রাখবেন। যাতে শিক্ষার্থীরা ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।  

প্রশাসনকেও নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, আমরা এ নির্বাচন নিয়ে অনেক নাটকীয়তা দেখেছি। চারবার নির্বাচনের তারিখ পেছানো হয়েছে। নির্বাচন বানচাল করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। প্রশাসন কিছু কিছু ক্ষেত্রে তাদের নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি।  

সবার দোয়া ও সমর্থন কামনা করে বলা হয়, বিগত ডাকসু ও জাকসু নির্বাচনে শিক্ষার্থীরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে তাদের যোগ্য প্রার্থীকে বেছে নিয়েছিলেন, আমরা আশা করি, রাকসু নির্বাচনে শিক্ষার্থীরা একইভাবে সৎ, দক্ষ, যোগ্য ও দেশপ্রেমি প্রার্থীদের মূল্যায়ন করবেন।


রাকসু নির্বাচন নিয়ে জরিপকে কীভাবে মূল্যায়ন করবেন জানতে চাইলে এস. এম. সালমান সাব্বির বলেন, আর দুইদিন অপেক্ষা করলেই আমরা জানতে পারবো শিক্ষার্থীরা কাদের সমর্থন জানাচ্ছেন। আমরা মনে করি, শিক্ষার্থীরা যাদের যোগ্য মনে করবে তাদেরই ভোট দিয়ে নির্বাচিত করবেন।

নির্বাচনের ফলফল মেনে নেবেন কিনা জানতে চাইলে ফজলে রাব্বি মো. ফাহিম রেজা বলেন, আশা করি একটি নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচন যদি সম্ভব হয়, ফলাফল যেটাই আসুক, আমরা সম্মিলিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে সেই ফলাফল আমরা মনে নেবো।

সুষ্ঠু ও অবাধ নির্বাচনে কোনো বাধা আছে কিনা জানতে চাইলে মোস্তাকুর রহমান জাহিদ বলেন, সুষ্ঠু অবাধ নির্বাচনের কোনো বাধা এখন পর্যন্ত আমরা দেখছি না সব পরিসরে। তবে প্রশাসনকে সব সময় সতর্ক থাকতে হবে।  


এমইউএম/এসসি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।