ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

মুজিববর্ষের লোগোসহ লিফলেট বিতরণ করলো কেডিএ, তীব্র ক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩০, অক্টোবর ৬, ২০২৫
মুজিববর্ষের লোগোসহ লিফলেট বিতরণ করলো কেডিএ, তীব্র ক্ষোভ

খুলনা: বিশ্ব বসতি দিবসে মুজিব শতবর্ষ লোগো সম্বলিত লিফলেট বিতরণ করেছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)। দিবসটি উপলক্ষে সোমবার (৬ অক্টোবর) র‍্যালী, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে কেডিএ।

খুলনার শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় সকল অতিথি ও আমন্ত্রিতদের হাতে তুলে দেওয়া হয় মুজিবের লোগো সম্বলিত লিফলেট। কেডিএর এমন বিতর্কিত কাজে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অনুষ্ঠানে আসা আমন্ত্রিতরা। প্রতিবাদ করেছেন সভাস্থলেই।

তারা বলেন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের এমন কাজ গণঅভ্যুত্থানের চেতনাকে চরমভাবে অসম্মান করেছে। যা কোনভাবেই মেনে নেওয়া হবে না। গণহত্যাকারী শেখ পরিবার বাবার প্রতি জাতির কোন শ্রদ্ধা নেই। এত কিছুর পরও যারা তার উপর শ্রদ্ধা দেখাচ্ছেন কেডিএর সেসব কর্মকর্তারা স্বৈরাচারের দোসর।

জুলাই যোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও খুলনা জেলা শাখার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি বাংলানিউজকে বলেন, ফ‍্যাসিস্ট হাসিনা বিদায় নিলেও প্রশাসনে এখনো তাদের দোসররা নেতৃত্ব দিচ্ছে। কেডিএর মুজিবের লোগো সম্বলিত লিফলেট বিতরণ কোনভাবেই মেনে নেওয়া যায় না। তদন্ত ছাড়া কর্তৃপক্ষ কি করে বলে এটা ভুল করে হয়েছে। ভুল হলেও তো এ ভুলের কোন ক্ষমা নেই। ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত করে এ কাজের সঠিক বিচার না হলে আমরা কঠোর আন্দোলন করতে বাধ্য হবো। এর সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। গণ-অভ্যুত্থানের এতগুলো মানুষের জীবনের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করা হয়েছে। কেডিএর এ ধরণের কাজ সেই শহীদদের অপমানের সমান। তা কোন ছাত্র জনতা মেনে নেবে না।

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের দেওয়া মুজিব লোগো সম্বলিত লিফলেটে দেখা যায় পরিলল্পনা শাখার নাম। এ ব্যাপারে কেডিএর পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহম্মেদের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে বলেন, খুবই দুঃখজনক ঘটনা ঘটে গেলো। আমরা অনেক লিফলেট বিতরণ করেছি এর সাথে পুরোনো কিছু লিফলেট চলে গেছে। আমরা যখন এটা জানতে পেরেছি তখনই এগুলোকে বাতিল করেছি। ভুল বসত করা কাজের তো কিছু করা যায় না। ইচ্ছাকৃত আর অনিচ্ছাকৃত করা কাজ তো আলাদা। তারপরও আমরা খুঁজে দেখছি। অবশ্যই ব্যবস্থা গ্রহন করবো।

 

এমআরএম

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ