ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

মেহেরপুরে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মশালা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৮, অক্টোবর ৬, ২০২৫
মেহেরপুরে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মশালা  মেহেরপুরে টাইফয়েড প্রতিরোধে সাংবাদিকদের টিকাদান কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

মেহেরপুর: ‘শিশু, কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মেহেরপুরে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (০৬ অক্টোবর) বেলা ১১টায় মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর মহম্মদ আব্দুল সালাম।

গণযোগাযোগ অধিদপ্তর ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে কর্মশালায় সম্মানিত অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক তারেক মহম্মদ, সিভিল সার্জন ডাক্তার আবু সাইদ, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন ও ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক একেএম সিরাজুম মনির।

ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় কর্মশালায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ