ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

দুই মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড রংপুরের শতাধিক ঘরবাড়ি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৮, অক্টোবর ৫, ২০২৫
দুই মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড রংপুরের শতাধিক ঘরবাড়ি ঝড়ে বিধ্বস্ত বাড়িঘর ও গাছপালা

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মাত্র দুই মিনিট স্থায়ী ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে আলমবিদিতর ও নোহালী ইউনিয়নের একাধিক গ্রাম।

রোববার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে আকস্মিক ঝড় ও প্রবল বৃষ্টিতে এই ক্ষয়ক্ষতি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার পর হঠাৎ দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। মাত্র দুই মিনিটের ওই ঝড়ে রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের কুতুব, খামার মোহনা ও চরাঞ্চলের কয়েকটি গ্রামসহ নোহালী ইউনিয়নের খলিশাকুড়ি ও ডাঙ্গারহাট এলাকায় গাছপালা উপড়ে পড়ে এবং বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এছাড়াও বাগডকরা, মিনাবাজারসহ বিভিন্ন গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং কৃষিজমির ফসলের ব্যাপক ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, বোরো ধান ও ভুট্টা ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক পরিবার ঘর হারিয়ে এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জানান, ঘূর্ণিঝড়ে অন্তত কয়েক শতাধিক পরিবারের ঘরবাড়ি আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে দ্রুত ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে।

গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের জন্য ইতোমধ্যে উপজেলা প্রশাসনের টিম মাঠে নেমেছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পর্যায়ক্রমে সহায়তা দেওয়া হবে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।