ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের পাঁচদিন পর নিজ জমি থেকে এক বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দাঁতমন্ডল বিলের মাঝে জমি থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. তানভীর আহমেদ বলেন, গত ২১ সেপ্টেম্বর (রোববার) সকালে দাঁতমন্ডল এলাকা থেকে নিখোঁজ হন তিনি। পরে তার স্বজনেরা বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করে কোথাও তার কোনো খোঁজ পায়নি। এ ঘটনায় তার ছেলে ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
তিনি আরও জানান, শুক্রবার দুপুরে দাঁতমন্ডল এলাকায় বিলের মাঝে (হাওড়ে) তার ছেলে সকালে তাদের জমিতে কাজ করতে গেলে জমিতে তার বাবার কঙ্কাল পড়ে থাকতে দেখেন। মৃতের শরীরের মাংস শিয়াল/কুকুরে খেয়ে ফেলেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হিট স্ট্রোক থেকে তার মৃত্যু হয়েছে।
জেএইচ