জাতীয় নারী ফুটবল দলের স্বনামধন্য খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অনুদান হিসেবে তিন লাখ টাকার চেক দেওয়া হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে চেক হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ ঋতুপর্ণার বড় বোন পাম্পি চাকমার হাতে ৩ লাখ টাকার চেক তুলে দেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ঋতৃপর্ণা একজন কৃতি নারী ফুটবলার এবং আমাদের দেশের গর্ব। তিনি দেশের জন্য সুনাম কুড়িয়ে যাচ্ছেন। প্রতিথযশা এ খেলোয়াড়ের মা দীর্ঘদিন ধরে ব্রেস্ট ক্যানসারে ভুগছেন। শুরু থেকেই আমরা সবাই ঋতুপর্ণার পরিবারের সঙ্গে আছি। তার মায়ের চিকিৎসা যাতে ব্যাহত না হয় সেজন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন ও এনডিসি এস এম মান্না উপস্থিত ছিলেন।
আরএ